ই প্রশ্ন তে কোন সদস্যদের কার্যক্রম বিবেচনা করে তিনি সাইটে কতটা এক্টিভ, তার দেওয়া উত্তরগুলো মানসম্মত কিনা, গ্রহনযোগ্য কিনা। সে কি কোন অহেতুক বা অপ্রাসঙ্গিক প্রশ্ন বা উত্তর করে কিনা, ই প্রশ্নের নীতিমালা সম্পর্কে উৎসাহী আছে কিনা। এসব বিবেচনা করেই সদস্যদের পদন্নোতি দেওয়া হয়।
এজন্য ই প্রশ্নের সদস্যদের কার্যক্রম বাড়িয়ে তুলতে আরো যা করতে হবেঃ
❖ নিয়মিত একটিভ থেকে মানসম্মত প্রশ্ন উত্তর করে ই প্রশ্নে সমৃদ্ধকরণ কাজ করতে নিজেকে অবহিত রাখতে হবে।
❖ ই প্রশ্নের নীতিমালা মেনে চলতে হবে।
❖ সদস্যকে নির্দিষ্ট কিছু পয়েন্ট অর্জন করার পর অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে তার যথাযথ ব্যবহার করতে হবে।
❖ কোনো প্রশ্নে বানান ভুল, ভুল বিভাগে প্রশ্ন করা হলে সম্পাদনা করার জন্য মন্তব্য প্রয়োজন হলে বিভাগ সতর্ক করতে হবে।
❖ অথবা ভুল উত্তরে মন্তব্য করে উত্তর দাতাকে অবহিত করতে হবে।
❖ সর্বদা দায়িত্বশীলতার সাথে প্রশ্ন-উত্তর, মন্তব্যেনের জন্য মার্জিত ভাষা ও যথার্থ বানানে লিখতে হবে।
❖ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ই প্রশ্নে নিস্বার্থে মানুষের উপকারের জন্য নিজেকে সমৃদ্ধকরণ কাজে লিপ্ত রাখতে হবে।
❖ এভাবেই একজন সদস্য ই প্রশ্নে জনপ্রিয়/ ভালো/ বিশেষ সদস্য হতে পারবে।
একজন বিশেষজ্ঞ যে অতিরিক্ত সুবিধাদি পায় তা হলোঃ
-
প্রশ্ন জিজ্ঞাসা করা।
-
উত্তর অপছন্দ করা।
-
যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা।
-
যে কোন প্রশ্ন সম্পাদনা।
-
যে কোন উত্তর সম্পাদনা।
-
যে কোন মন্তব্য সম্পাদনা।
-
যে কোন প্রশ্ন বন্ধ করা।
-
যে কোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা।
-
Viewing who voted or flagged posts.
-
পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান।
-
যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা
একজন সমন্বয়ক বিশেষজ্ঞ এর চেয়ে যে অতিরিক্ত সুবিধাদি পায় তা হলোঃ
Editing posts silently.
নাম বিহীন ব্যাক্তির পোস্টের আইপি দর্শন।
সদস্যদের পদন্নোতি/ডিমোশন দেওয়া।
সদস্যকে ব্লক/আনব্লক করা।
ইত্যাদি