একটা আইডি কার্ড দিয়ে একটা বিকাশ একাউন্ট খোলা যায়।
এখন আপনি আপনার সিমের নম্বর যেহেতু ভুলে গেছেন, তাই আপনার সিমের নম্বরটি যেকোনো ভাবে মনে করার চেষ্টা করুন। অথবা করো সাহায্য নিন, আপনার বন্ধু/ফ্যামিলির করো কাছে আপনার এই নম্বরটি সেভ করা থাকতে পারে। সেই সকল লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। অথবা আপনি অন্য যেকোন সচল সিম দিয়ে *16001# এই কোডটি ডায়াল করে আপনার আইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা দিয়ে়ে সেন্ড করুন। পরবর্তী মেসেজে আপনার আপনার আইডি কার্ড দিয়ে যে সকল সিম বায়োমেট্রিক হয়েছিল, সেই সকল নম্বর গুলা আংশিক ভাবে দেখা যাবে। এই ভাবে চেষ্টা করে দেখেন।
পরে সিম কার্ডটি রি রেজিস্ট্রেশন করে তুলে ফেলতে পারবেন। আর সিম তুলার ৭২ ঘণ্টার মধ্যে আপনার বিকাশ একাউন্ট অটোমেটিক ভাবে সচল হতে যাবে।
ধন্যবাদ