উনারা বলেন যে সাধারন Scientific calculator fx 100 MS এর কথা । অনেকেই মনে করেন যে ৯৯১ MS দিয়ে অনেক কিছু সেভ করা যায় আসলে এধরনের ক্যালকুরেটরে সামান্য কিছু টুকিটাকি ছাড়া বিশেষ তেমন কিছু সেভ করা যায় না । এক্ষেত্রে আপনাকে হয়ত তারা লক্ষ করেন নি । তবে বোর্ডের দেওয়া নির্দেশ মেনে চলুন । আশা করি উত্তরটি পেয়েছেন ।