আমার মায়ের প্রচুর চুলকানি হয়েছে সারা গায়ে। স্ক্যাবিস ক্রিম ব্যবহার করেছি,সকালে ফেক্সো ট্যাবলেট, কিটোরাল ট্যাবলেট, রাতে জায়রিল ট্যাবলেট খাওয়ায়ছি ১ মাস। সাথে ইবনে সিনার নিমী ট্যাবলেটও। কোন কাজ হচ্ছে না। ঔষধ খেলে একটু সেরে যায় আবার দেখা দেয়। ডার্মাসল এন ক্রিম ও ব্যবহার করেছি। পরামর্শ দিবেন সর্বশেষ কি করতে পারি।