ফুটবল লীগ হলো একটি দেশের সারাবছরব্যাপী চলিত ঘরোয়া টুর্নামেন্ট। দেশের সর্বোচ্চ ২০টি দল নিয়ে একটি লীগ গঠিত হয়। লীগ দ্বিস্তর থেকে তিনস্তর বিশিষ্ট হতে পারে। সাধারণত জুলাই মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত সময়কে এক সিজন বলা হয়। এক সিজনে প্রতিটি দল ৩৮টি করে ম্যাচ খেলে। সিজন শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে লীগ চ্যাম্পিয়ণ ঘোষণা করা হয়। পয়েন্ট টেবিলের নিচের তিন দল নিম্নস্তরের দ্বিতীয় সারির লীগে অবনিমিত হয় আর দ্বিতীয় সারির শীর্ষ তিনদলে ১ম সারির লীগে উন্নীত হয়। এরকম লীগ হলো- লালীগা, ইপিএল, সিরি এ ইত্যাদি। আর ফুটবল টুর্নামেন্ট হলো একটি নিদিষ্ট সময় পরপর আয়োজিত ঝাকঝামকপূর্ণ খেলা। যেমন- বিশ্বকাপ, কোপা আমেরিকা ইত্যাদি।